খেলাধূলাসর্বশেষ নিউজ
জাতীয় দলের হয়ে খেলব না, এ কথা আমি কখনোই বলিনি- মেসি
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: লিওনেল মেসির যাদুকরী পারফরম্যান্সে বরাবরই মুগ্ধ ফুটবল বিশ্ব। দর্শকদেরকে ভিন গ্রহের ফুটবল উপহার দিয়েই চলেছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। দলকে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান কম ছিলোনা। এবার তাঁর দল কোপা আমেরিকার ফাইনাল খেলেছে। বারবার শিরোপা জয়ের খুব কাছে গেলেও স্বপ্ন ভেঙেছে আর্জেন্টাইন দর্শকদের। আর দর্শকদের দুয়োধ্বনি ও সমালোচকদের তীর যেন বরাবর মেসির দিকেই।
কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার মিডিয়াতে রীতিমতো লেখা হলো, জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দিচ্ছেন লিওনেল মেসি! এমন খবরে খুব করে চটেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
ইএসপিএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলব না, এ কথা আমি কখনোই বলিনি।’ সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মিডিয়া একাধিকবার আমায় ‘হত্যা’ করেছে। ওরা চাইলেও আর আমাকে মারতে পারবে না। ওদের এসব খবরের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গেছি।’
আগামী ৪ সেপ্টেম্বর বলিভিয়া ও ৮ সেপ্টেম্বর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই মেসিকে অধিনায়ক করে ম্যাচ দুটি জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। ম্যাচ দুটিতে নিজের সেরাটা দিয়েই খেলার কথা জানালেন মেসি, ‘সামনে আমাদের প্রীতি ম্যাচ রয়েছে। কোচ আমাকে মূল একাদশে রাখলে অবশ্যই নিজের সেরাটা দিয়ে খেলব।’