বাংলাদেশসর্বশেষ নিউজ
ঝিনাইদহে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে দরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুর বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, পদ্মাকর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জসিম উদ্দিন, খাদ্য পরিদর্শক তানজিলুর রহমান, আওয়ামী লীগ নেতা ইমাজুল হক, ডিলার রাজিউল হাসান রাজু, এ বি এম ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া এ প্রতিবেদককে জানান, সরকারের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় সদর উপজেলায় প্রথম এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলায় ৩৪ জন ডিলারের মাধ্যমে ১৬ হাজার ১৯৭ জনকে ১০ টাকা দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান তিনি।