জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
মেয়র হানিফ ফ্লাইওভারের নাম পরিবর্তন
নতুন নাম যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভার
নিউজরুমবিডি.কম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শহরের ব্যস্ততম ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার৷ সরকার পতনের পর কথিত সংস্কার প্রক্রিয়ায় ফ্লাইওভারটির নাম পরিবর্তন করা হলো। নতুন নামকরণ করা হয়েছে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার। ইতোমধ্যে পুরান ঢাকার চানখারপুলে হানিফ ফ্লাইওভারে ওঠার বিল বোর্ডে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার প্রকল্প লেখা সাইন বোর্ড লাগানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় চানখানপুল মোড়ে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সেইফটি অ্যান্ড ট্রাফিক ইন্সপেক্টর মো: মোয়াজ্জেম হোসেন ফ্লাইওভারের নাম পরিবর্তন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ওরিয়ন কোম্পানির আরেক সদস্য বলেন, সরকার পরিবর্তন হওয়ার পর দেশের অন্যান্য প্রতিষ্ঠানের নাম যেভাবে পরিবর্তন হয়েছে এটাও সেভাবেই পরিবর্তন হয়ে গেছে। কবে থেকে নাম পরিবর্তন করা হয়েছে জানতে চাইলে তারা বলেন, পরিবর্তন হয়েছে সাইন বোর্ডে সেটি আছে। তা ছাড়া এটা গুগল ম্যাপে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নামে আগে থেকেই আছে বলে জানান তারা।
জনসাধারণের ভাষ্যমতে, আওয়ামীলীগ নেতার নামে নামকরণ করার কারণেই সংস্কারবাদীরা এই পরিবর্তন এনেছে। উল্লেখ্য মেয়র মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম (১৯৯৪-২০০২) মেয়র ছিলেন এবং দীর্ঘদিন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।