জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
আগামীকাল নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ
নিউজরুমবিডি.কম: দেশের পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবী করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য বিরোধী দলীয় ছাত্রসংগঠনগুলো। এদিকে ইনকিলাব মঞ্চ নিশ্চিত করেছে আগামীকালই নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের থেকে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আশ্বাস মিলেছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। অন্যথায় আবার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) এক ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।
বলা হয়, আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের বৈঠক হয়েছে। সশরীরে আমাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। অনলাইনেও যুক্ত ছিলেন অনেকে। সেখানে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছেন সরকারের প্রতিনিধিরা।
এরপর আমরা জানিয়েছি, এর ব্যত্যয় হলে আবার অবস্থান কর্মসূচি দেবো।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে ইনকিলাব মঞ্চ জানায়, নীতিগতভাবে পুরো সরকার একমত। কিন্তু ক্রাইসিসটা হয়ে গেছে রাজনৈতিক। আমরা রাজনৈতিক সমঝোতার ডাক দিয়েছি। এখন আমাদের প্রশ্ন, বিএনপি গণমানুষের আকাঙ্খাকে গুরুত্ব দিবে কি না।
যদিও রাষ্ট্রপতি ইস্যুতে রোববার সমঝোতা সংলাপের আয়োজন করবে ইনকিলাব মঞ্চ। বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে। সমঝোতা না করলে কোনো অনাকাঙখিত পরিস্থিতি তৈরি হলে দায় রাজনৈতিক দলগুলোকে নিতে বলেও ব্রিফিং এ জানানো হয়।