খেলাধূলাসর্বশেষ নিউজ

আশরাফুলের সেঞ্চুরিতে কানাডা ম্যাপল লিপকে ৬০ রানে হারালো বাংলাদেশ টাইগার্স

জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: আমেরিকান ডাইভারসিটি কাপ-২০১৫ তে  দ্বিতীয় ম্যাচে কানাডা ম্যাপল লিপের বিপক্ষে ৬০ রানের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ টাইগার্স।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলংকা লায়ন্সকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ টাইগার্স।

প্রথম ম্যাচের পরও দ্বিতীয় ম্যাচেও দলের কান্ডারী হিসেবে আবির্ভূত হন বাংলাদেশ ক্রিকেট দলের লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুল।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ব্লুমার পার্কে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ টাইগার্স। বাংলাদেশ টাইগার্সের পক্ষে সেঞ্চুরি করেন দলীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মাত্র ৬৮ বলে করা ১০২ রানের ঝকঝকে ইনিংসে ১৪টি বাউন্ডারির মার ছিল। এছাড়া দলের পক্ষে আরিফ ইসলাম ১০, নাদিফ চৌধুরী ২২, রহিম ১৫ রান করেন।

১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কানাডা ম্যাপল লিপ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ তুলতে সক্ষম হয়। ফলে ৬০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ টাইগার্স।

এদিকে লিগের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা লায়ন্সে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়ে নির্ধারিত ২০ ওভারে ১১৬ রানের বেশি তুলতে দেয়নি টাইগার বোলাররা। জবাবে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশ টাইগার্স অধিনায়ক মোহম্মদ আশরাফুলের ব্যাট থেকে আসে ৬৯ রানের একটি ঝকঝকে ইনিংস।

Related Articles

Close