জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
সখীপুরে ৭২ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
সখীপুর প্রতিনিধি: ১০ ডিসেম্বর ৭২ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সখীপুর উপজেলা শাখা ও পিসিআরসিডিপি-পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর যৌথ আয়োজনে র ্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সখীপুর মানবাধিকার কমিশন উপজেলা কার্যালয়ের অফিস থেকে উপজেলা কমিটির সদস্যবৃন্দ, পৌরসভা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা মহিলা শাখার সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ একত্রিত হয়ে র ্যালি আরম্ভ করে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ রোড, হাসপাতাল গেট (ঢাকা রোড), উপজেলা রোড, কচুয়া রোড প্রদক্ষিণ করে করে মুখতার ফোয়ারা চত্ত্বর হয়ে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেত হয় র ্যালি শেষ করে এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, সখীপুর উপজেলা শাখার সভাপতি ও সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সখীপুর উপজেলা মানবাধিকার কমিশন এর সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ভূঁইয়া, উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ও সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহাম্মদ আলী মিয়া, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা মহিলা শাখার সভাপতি তাহমিনা পারভীন মিনা, পৌর শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, কালিয়া ইউনিয়ন শাখার সভাপতি খান মোহাম্মদ সেলিম,গজারিয়া ইউনিয়ন শাখার সভাপতি তাইবুর রহমান, কাকড়াজান ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম লেবু, যাদবপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জয়নুদ্দিন, বহুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, পারি ডেভেলপমেন্টের মনিটরিং এবং চাইল্ড প্রটেকশন কর্মকর্তা বিপ্লব দাস প্রমুখ।