ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

দিনের শেষ বলে ফিরে গেলেন রিয়াদ

14900550_1849295951969700_7174396192175658638_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঝড়ের আভাস দিয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। তারপর ব্যক্তিগত মাত্র ১ রানে ফেরেন মুমিনুল হকও। তবে শেষ বিকেলে দুই উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেছেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু দ্বিতীয় দিনের শেষ বলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন সেট ব্যাটসম্যান রিয়াদ। অর্ধশতক থেকে মাত্র ৩ রান দুরে ছিলেন মাহমুদুল্লাহ। ইংলিশ অভিষিক্ত স্পিনার জাফর আনসারির করা শেষ বলে সরাসরি বোল্ড আউট হন রিয়াদ। তার ৫৭ বলের ইনিংসে ৫টি চারের মার ছিল।

সংক্ষিপ্ত স্কোরঃ ৩১ ওভার শেষে বাংলাদেশ ১৫২-৩।
বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১২৮ রানের হাতে আছে ৭টি উইকেট।

ব্যাট করছেন ইমরুল কায়েস (৫৮ রানে)।
ফিরে গেছেন তামিম ইকবাল (৪০), মুমিনুল হক (১) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৪৭)।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে ২৪৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে ইংল্যান্ড লিড পায় ২৪ রানের।

সংক্ষিপ্ত স্কোর‍ঃ বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪ (রুট ৫৬, ওকস ৪৬, রশিদ ৪৪*; মিরাজ ৬/৮২, তাইজুল ৩/৬৫, সাকিব ১/৪১)।

Tags

Related Articles

Close