বাংলাদেশসর্বশেষ নিউজ

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের ভাংচুর লুটপাট

ভাংচুর-লুটপাটমোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে আওয়ামী লীগের মফিজ উদ্দীন ও ফারুক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অনন্ত ৫টি বাড়ি ও বেশকিছু দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের মফিজ সমর্থক উমেদ আলী ঝিনাইদহের একটি আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিল। এ সময় শেকড়া বাজারে প্রতিপক্ষ ফারুক চেয়ারম্যানের সমর্থকরা তাকে আটকিয়ে রাখে। খবর পেয়ে মফিজ সমর্থকরা জোটবদ্ধ হয়ে ফারুক সমর্থক গিয়াস উদ্দীনের বাড়ি ভাংচুর করে।

এ ঘটনার জের ধরে আবার ফারুক সমর্থকরা প্রতিপক্ষ রাজ্জাকের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এ ভাবে পাল্টাপাল্টি ভাবে ৫টি বাড়ি ও দুইটি দোকান ভাংচুর করা হয়। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি দাবী করেন। তবে গ্রামবাসির মধ্যে আতংক বিরাজ করছে বলে গ্রামবাসি সুত্রে জানা গেছে।

Tags

Related Articles

Close