বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে অসহায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের তিনটি গ্রামের ৪০ জন অসহায় দুস্থ্য নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। দুুপুরে সদর উপজেলার টিকারী বাজারে কৃষক বন্ধু সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ছাগল বিতরণ করা হয়। এসময় কৃষকবন্ধু সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আবু সাইদ শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই বদিউর রহমান ও এ এস আই সেলিম রেজাসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাড়া প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শহিদুল ইসলাম বাবু।

বক্তারা বলেন, সুবিধাভোগি নারীরা ছাগল পালন করে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা দুর করাসহ তাদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল হবে। সংস্থা প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবাই সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।

Related Articles

Close