বাংলাদেশসর্বশেষ নিউজ
ফুলবাড়ীতে অতি দরিদ্র জনগনের অধিকার সু-নিশ্চিত করণ বিষয়ে সভা
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চত করণ উপজেলা পর্যায়ে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পলী শ্রী ও পামডো সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগনের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ এই প্রকল্প বাস্তাবায়ন করছে।
আজ রবিবার(২৬জুন) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে পলী শ্রী দিনাজপুরের মানব সম্পদ বিভাগের ম্যানেজার মোছাঃ সুরাইয়া আক্তার এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহতিকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসিনা বেগম, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন মৃধা, উপজেলা কৃষি অফিসার মোঃ এটিএম হামীম আশরাফ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম, ২নং আলাদিপুর ইউপি চেয়রম্যান মোঃ মোজাফ্ফর সরকার, ৩নং কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, ৪নং বেতদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্ আব্দুল কুদ্দুস, ৫নং খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, ৬নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মন্ডল, ৭নং শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান বিপ্লব চৌধুরী ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী, পলী শ্রী প্রকল্প সমন্বয়কারী মোঃ মইনুল হক, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জল, কোষাধ্যক্ষ মোঃ আরমান হোসেন পিয়াস।
অবহিতকরণ সভাটি পরিচালনা করেন দিনাজপুর পলী শ্রী প্রকল্প সমন্বয়কারী মোঃ মইনুল হক। পুরো অনুষ্ঠানটি তত্ত¡াবধান করেন পৌরসভা কমিউনিটি ডেভেলপমেন্ট এর প্রকল্প সুপারভাইজার কৃষ্ণা রবি দাস। অবহিতকরণ সভায় স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও নেতৃবৃন্দ, হরিজন স¤প্রদায়ের জনগোষ্ঠী ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।