বাংলাদেশসর্বশেষ নিউজ

উত্তরায় গ্যাসপাইপ বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫, নিহত ১

gasনিউজরুমবিডি.কম: রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে গ্যাস পাইপ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আর বিকেলে মারা গেছেন দগ্ধদের একজন। জানা গেছে, আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, আজ শুক্রবার সকালে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসায় সকালে নাস্তা তৈরির জন্য রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন- মো. শাহনেওয়াজ (৪৫), তার স্ত্রী সুমাইয়া খানম (৩৫), তাদের সন্তান সাইনীল (১৪), জারিফ (৯) এবং  জারান (১৪ মাস)। তাদের মধ্যে সাইনীল বিন নেওয়াজ (১৪) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, আগুনে শাহনেওয়াজ, সুমাইয়া এবং সাইনীলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া জারিফ ও জারানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

 

Related Articles

Close