লিগ শিরোপা জয়ের পাশাপাশি বার্সেলোনার সামনে আরেকটি হাতছানিও আছে। কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওকে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের ইতিহাস গড়বে তারা।ট্রেবল জয়ের কিনারে চলে আসা বার্সেলোনা এই মুহূর্তে অসাধারণ ফুটবল খেলছে। মেসি-নেইমার-লুইস সুয়ারেসের সমন্বয়ে গড়া আক্রমণভাগ রয়েছে দারুণ ছন্দে। এত কিছুর পরও সতর্ক দলের স্প্যানিশ ডিফেন্ডার জেরার্দ পিকে।“আমরা কাছে চলে এসেছি, তবে আমাদের পা মাটিতেই রাখতে হবে।”
পা মাটিতে রাখার যথেষ্ট কারণও আছে বার্সেলোনার। গত মৌসুমে লিগে তীরে গিয়ে যেমন তরী ডুবেছিল, এবার যে সেরকম সম্ভাবনা নেই তা বলা যাবে না। ঘটনাক্রমে বার্সেলোনা যদি শেষ দুই রাউন্ডেই হেরে যায় বা হোঁচট খায়, আর রিয়াল দুটি রাউন্ডই জিতে গেলে শিরোপা জিতবে কার্লো আনচেলত্তির দল। এরকম একটি পরিস্থিতিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দলের অন্যতম ভরসা লুইস সুয়ারেসকে ছাড়াই খেলতে হতে পারে বার্সেলোনাকে। বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান উরুগুয়ের এই স্ট্রাইকার। শিরোপা জয়ের আশা আর না থাকলেও তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করার লড়াইয়ে আছে আতলেতিকো। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে তারা। ৩৬ ম্যাচে ৭৩ পয়েন্ট পাওয়া ভালেন্সিয়া একই দিনে নিজেদের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে।
স্পেনের লা লিগার শীর্ষ তিন দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে। আর চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা দল খেলতে পারবে প্লে-অফে।এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ দলে সুয়ারেসের মতো একজন ফরোয়ার্ডের অনুপস্থিতি একটু স্বস্তিই দিতে পারে আতলেতিকোকে। তবে গোলরক্ষক ইয়ান ওবলাক অবশ্য স্বস্তিতে থাকার কোনো কারণ দেখেন না।“কোনো ভয় নেই। কিন্তু আমরা জানি, তাদের থামানো সহজ নয়।”