জেড.আই জহিরঃ দ্বিতীয়বারের ন্যায় বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্ভোধনী দিনে জয় পেয়েছে স্বাগতিক যুবারা ও ইংলিশ যুবারা। যুব বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার যুবাদের হারিয়েছে ৪৩ রানে স্বাগতিক জুনিয়র টাইগাররা। ফলে শুভ সূচনা করল মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দিনের অপর ম্যাচে অপেক্ষাকৃত দূর্বল দল ফিজিকে ২৯৯ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ইংলিংশ যুবারা।
বুধবার দুই ভেন্যুতে মাঠে নামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড-ফিজির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট। চার দলের মুখোমুখি লড়াইয়ে দিনশেষে জয়ের প্রাপ্তিটা নিরেজ করে নিয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের জুনিয়ররা। সেই সাথে টুর্নামেন্টে নিজের জায়গা পরিপক্ক করলো ইংলিশ ও টাইগার যুবরা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাজমুল হাসান শান্তর ম্যাচ সেরা ইনিংসে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টাইগারদের অনন্য জয়ে অবদান রাখেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাজমুল হাসান শান্তরা। টসে জয়ে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ যুব দল। টাইগারদের পক্ষে নাজমুল হাসান শান্ত ৭৩ রানের (৪টি চার ও ৩টি ছয়) কার্যকরী ইনিংস খেলেন। জবাবে ৪৮.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৯৭ রানের বেশি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে ম্যাচ নিয়ে মাঠ ছাড়ে মিরাজ বাহিনী। টাইগারদের হয়ে মিরাজ, সাইফুদ্দিন তিনটি করে উইকেট লাভ করেন। নাজমুল হাসান শান্ত ম্যাচসেরার পুরস্কারটা নিজের করে নেন।
চট্ট্রগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে যুব বিশ্বাকাপের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের ন্যায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আসা ফিজিকে ২৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ইংলিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ফিজি অধিনায়ক। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট খুইয়ে ৩৭১ রানের পাহাড় সমান স্কোর দাড় করায় ইংল্যান্ড। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন ড্যান লরেন্স ও জ্যাক বার্নহাম। দুই ইংলিশ ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন। তাদের ব্যাটিংয়ে রানের পাহাড়ের চাপা পড়ে ফিজি। দুজনই তুলে নেন সেঞ্চুরি। ওপেনার লরেন্স ১৫০ বলে ১৭৪ ও বার্নহাম ১৩৭ বলে ১৪৮ রান করেন। তাদের দুজনের ইনিংসে ছিল ৪৪টি চার ও ৫টি ছক্কার মার।
জবাবে ২৭.৩ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় আসরের প্রথম দল ফিজি।পাহাড় সমান রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ফিজি। প্রথম সারি ৪ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। শেষ দিকেও কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দলের হয়ে একাই লড়াই করেন পেনি ভুনিয়াকা। ৭৪ বলে তার ব্যাট থেকে আসে ৩৬ রান। দলের অর্ধেক রানই আসে তার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন জ্যাক চার্টেস।
ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন সাকিব মাহমুদ, স্যাম চুরান। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ড্যান লরেন্স।