বিনোদন
দুর্গাপুরে গীতিকার সুজন হাজংকে সংবর্ধনা
বিনোদন প্রতিবেদক;নিউজরুমবিডিঃ মুক্তি চেতনায় ৭১’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার (১১ নভেম্বর ) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ৮ জন গুণি ব্যক্তিকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় । সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ গীতিকার সুজন হাজংকে সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয় । অনুভূতি প্রকাশে গীতিকার সুজন হাজং বলেন, টংক আন্দোলনের পূণ্যভূমি দুর্গাপুরে মুক্তি চেতনায় ৭১ আমাকে যে সম্মান জানিয়েছে আমি তার যোগ্য নই । মুক্তিযোদ্ধারা আমাদের দেশের বীর সন্তান। মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের প্রজন্মের নৈতিক দায়িত্ব । আমার লেখা গান, কবিতায়, গল্পে মুক্তিযুদ্ধ একটি বড় জায়গা দখল করে আছে । এই সম্মাননা পেয়ে গর্বিত এবং অনুপ্রাণিত ।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য শহীদ মুক্তিযোদ্ধা সন্তোষ বিশ্বাস (মরণোত্তর) উপজেলা প্রশাসনিক ক্ষেত্রে ইউএনও ফারজানা খানম, শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসি মো. মিজানুর রহমান, নারী জাগরণে লুদিয়া রুমা সাংমা, শিক্ষায় সুরথ চন্দ্র দে, সাংবাদিকতায় মাওলানা এম এ রহমান এবং সমাজ সেবায় মো. তারা মিয়া (রিক্সাওয়ালা)। সুলোচনা সাংমা এবং ওয়ালী হাসান তালুকদারের সঞ্চালনায় আজিজুল ইসলাম রতন’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও বিভাগীয় প্রধান (অবঃ) বাংলা বিভাগ নেত্রকোনা সরকারী কলেজের অধ্যাপক মতিন্দ্র সরকার। অন্যদের মধ্যে আলোচনা করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক স্বপন হাজং, সুসং সরকারী কলেজের অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইন-চার্জ দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা.এস.এম তানজিরুল ইসলাম রায়হান, মুক্তিযোদ্ধা আঃ আজিজ, এ্যাডভোকেট মানেশ সাহা, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এবং সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, পৌর কাউন্সিলর নুরুল আকরাম খান প্রমুখ।