বিনোদনসর্বশেষ নিউজ
ভেঙ্গে যাচ্ছে রণবীর- ক্যাটরিনার সম্পর্ক!


গত তিন বছর ধরেই ক্যাটরিনা আলোচনায় আছেন রণবীরের সাথে সম্পর্ক গড়ে। রণবীর- ক্যাটরিনার প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়ই তোলপাড় শুরু হয় ভারতীয় মিডিয়ায়। তাদের ঘরের খবর যেন মিডিয়ার লোকজনের খোড়াক হয়ে দাঁড়িয়েছে। তাই কখনো কখনো মিডিয়াতে চলে আসে রণবীর- ক্যাটের ঘনিষ্ঠ অনেক ফটোগ্রাফিও। আবার কখনো সম্পর্কের ফাটলের লেশ দেখা মাত্রই মিডিয়াতে চলে আসে- ভেঙে যাচ্ছে রণবীর- ক্যাটের সম্পর্ক।
তবে, এবার সম্ভবত সত্যি সত্যিই সম্পর্কে চিড় ধরেছে রণবীর- ক্যাটরিনার প্রেমের সম্পর্কে। এমনও শোনা যাচ্ছে, দ্রুতই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণাও আসতে যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, তাঁদের কার্টার রোডের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন রণবীর। রয়েছেন উইলসন অ্যাপার্টমেন্টে, ক্যাটরিনা থাকছেন নিজের সিলভার স্ট্যান্ডসের বাড়িতে। গত বছর আগস্ট মাসে ১৫ লাখ টাকা ভাড়ায় কার্টার রোডের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা।
এখন ভক্তকূল দেখার অপেক্ষায় রয়েছেন, আসলেই কী ঘটতে যাচ্ছে রণবীর- ক্যাটরিনার প্রেমিক যুগলের ভাগ্যে।