বিনোদন

ইতিহাসের ব্যবসাসফল শীর্ষ সিনেমা বেদের মেয়ে জোসনার প্রযোজক আর নেই

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিনোদন প্রতিবেদকঃ ‘বেদের মেয়ে জোসনা ’ দেশের সিনেমার ইতিহাসে ব্যবসাসফল শীর্ষ সিনেমা । ছবিটির প্রযোজক আব্বাস উল্লাহ আর নেই। তিনি গতকাল শনিবার (১৮ জানুয়ারি) নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আব্বাস উল্লাহ স্ত্রী-সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

দেশীয় সিনেমার অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা চলচ্চিত্রের একজন কর্ণধার ছিলেন আব্বাস উল্লাহ। তিনি মতিউর রহমান পানুর সঙ্গে তিনি যৌথভাবে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন।

এই প্রতিষ্ঠানটির ব্যানারে ‘বেদের মেয়ে জোসনা ’, ‘পাগল মন’, ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘জ্বী হুজুর’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে।

আব্বাস উল্লাহর মৃত্যুতে চলচ্চিত্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র প্রযোজকদের নেতা খোরশেদ আলম খসরু বলেন, আব্বাস উল্লাহ ছিলেন একজন সিনেমা অন্তঃপ্রাণ মানুষ। তিনি সিনেমার চাকা সচল রাখতে নিয়মিতভাবেই টাকা লগ্নি করেছেন। নিজে অভিনয়ও করতেন। বছর দুই ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কাউকে চিনতে পারতেন না। তার মৃত্যু ঢাকাই সিনেমার জন্য অপূরণীয় ক্ষতি। আমরা দোয়া করি আল্লাহ যেন আব্বাস উল্লাহ সাহেবকে জান্নাত দান করেন।

‘বেদের মেয়ে জোসনা ’ ছবির নায়ক ইলিয়াস কাঞ্চন আব্বাস উল্লাহর মৃত্যুতে শোক জানিয়ে বলেন, আমাদের সিনেমা একজন সজ্জন ব্যক্তিকে হারাল। আমি তার রুহের মাগফেরাত কামনা করি।

Tags

Related Articles

Close