খেলাধূলা
টেস্ট ক্রিকেটে মুশফিকের ১০ বছর
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কমঃ এক এক করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১০টি বছর পার করে দিলেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক উইকেট রক্ষক মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে আজ থেকে ১০ বছর আগে লর্ডসে টেস্ট অভিষেক হয় তার।
তিনি মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলের জার্সি গায়ে তুলেন মুশফিক। ২০০৫ সালের ইংল্যান্ড সফরে মূল ম্যাচ শুরুর আগে অনুশীলনে দারুণ ব্যাটিং করেন তিনি। পরে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই লর্ডসে নামিয়ে দেওয়া হয় তাকে।
আন্তর্জাতিক ক্রিকেটের তপ্ত আঙিনায় খেলার মতো যোগ্য মুশফিক হয়ে উঠেছেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছিলো তখন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথম দিন থেকেই ক্রিকেট বিশ্বকে অবাক করে দিতে থাকেন মুশফিক। ক্রমেই সব ফরম্যাটের ক্রিকেটে হয়ে উঠেন বাংলাদেশের ব্যাটিং ভরসা। বাংলাদেশের ক্রিকেটারদের অধারাবাহিকতার যে বদনাম, তার বিপরীতে গিয়ে বিস্ময়কর ধারাবাহিকতা দেখান মুশফিক।
মুশফিকসহ মোট ২৪ জন ক্রিকেটার বাংলাদেশের হয়ে টিনএজেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছেন। তাদের মধ্যে মোহাম্মদ আশরাফুলের নাম আলাদা হয়ে থাকছে অভিষেক টেস্টে বিশ্ব রেকর্ড গড়া সেঞ্চুরির কারণে। ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার আগে ১২ বছর খেললেও আশরাফুল কখনোই ধারাবাহিকতা দেখাতে পারেননি, যা পেরেছেন মুশফিক। মুশফিকের সাথে একই দিনে এক দশক পূরণ হলো শাহাদাত হোসেনেরও। লর্ডসে অভিষেক হয় তারও। কিন্তু জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত কখনোই করতে পারেননি শাহাদাত। এনামুল জুনিয়রও দশ বছর পার করে দিয়েছেন। কিন্তু ১৫ টেস্টের বেশি খেলা হয়নি তার। এখন তো নির্বাচকদের ভাবনাতেই আর নেই এনামুল।
২০০৯ সাল থেকে আর টেস্ট না খেলা মাশরাফিও ১০ বছর পার করে দিয়েছেন। রঞ্জন দাস এবং আনোয়ার হোসেনেরও হয়েছে দশ বছর। এই দুজন অবশ্য তাদের অভিষেক টেস্টের পর আর জাতীয় দলে সুযোগ পাননি।২০০৫ সালে মুশফিকের অভিষেক ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার। মজার ব্যাপার হলো ওই সিরিজের আগে মুশফিককে ভালো দেখাই হয়নি বাশারের। লর্ডস টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে ইংলিশ মিডিয়া সরগরম করে দেন মুশফিক। এরপরই মূল একাদশে জায়গা পেয়ে যান তিনি।
মুশফিকের সাবেক কোচ রিচার্ড ম্যাককেইন্স তার বিষয়ে বলেছিলেন, ‘মুশফিক কখনোই তার প্রতিভার উপর ভরসা করে না। সে পরিশ্রম করে নিজের প্রতিভার ধার বাড়িয়ে নেয়।’
উল্লেখ্য ১০ বছরে মোট ৪৫টি টেস্ট খেলেছেন মুশফিক। ৩২-এর উপরে গড়ে করেছেন ২৫৫৫ রান। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকেই। মোট তিনটি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি আছে তার ক্যারিয়ারে। মুশফিক ওয়ানডে খেলেছেন ১৪৯টি। ৩১-এর উপরে গড়ে করেছেন ৩৬৭১ রান। তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২২টি হাফ সেঞ্চুরি।
নিউজরুমবিডি.কম পরিবারের পক্ষ থেকে তার এই দশ বছর পূর্ণ হওয়াতে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।