ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

তাসকিন-রুবেলের প্রংশসায় ওয়ালশ

trনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানে হারিয়েছে মাশরাফি’র টাইগার বাহিনী। বছরের প্রথম ওয়ানডে ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারায় টাইগার বোলিং কোচ কোর্টনি ওয়ালশ খুশি। ম্যাচ জয়ের পর সাকিব-তাসকিন-রুবেলকে প্রশংসায় ভাসালেন ওয়ালশ।

রবিবার দলকে শ্বাসরুদ্ধকর জয় এনে দেওয়ায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে প্রশংসায় ভাসালেন কোর্টনি ওয়ালশ। টাইগার বোলিং কোচ মনে করেন সাকিবের ৪৭তম ওভারটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

সাকিবের ৪৭তম ওভারে নিয়ে ওয়ালশ বলেন, ‘শেষ দিকে সাকিব, তাসকিন অসাধারণ বোলিং করেছে। কিন্তু সাকিব আমাদের প্লাটফর্ম তৈরী করে দিয়েছে। ম্যাচ পরিবর্তনের ওভারটা সেই করেছিল। তার চাপের কারণে রান রেট বেড়ে যায়। ওরা আরও চাপে পরে যায়।’

বাকি দুই পেসার ‍রুবেল ও তাসকিনকে নিয়ে ওয়ালশ বলেছেন, ‘দুই পেসার ভালো করেছে। তাসকিন বাড়তি নজর কেড়েছে। আইসিসি থেকে বৈধতা পাওয়ার পর তার প্রথম ম্যাচ ছিল। চাপে ছিল ও। তারপরও সে ভালো করেছে। শুরুতে অনেক কিছুর চেষ্টায় উলট-পালট হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে সে ফিরে এসেছে। এজন্য তাকে ক্রেডিট দিতেই হবে।’

Tags

Related Articles

Close