বাংলাদেশসর্বশেষ নিউজ
ফুলবাড়ীতে ফ্রেন্ডস্ গ্রুপের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি ক্যাম্প সংলগ্ন রাঙ্গামাটি ছোয়ানীতে আজ রবিবার ফ্রেন্ডস্ গ্রুপ (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন) এর আয়োজনে পালিত হলো জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি ও ২নং আলাদীপুর ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মজিদ তালুকদার ইমন এর নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ রাত ১২:১০ মিনিটে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সকাল ৮:০০ ফ্রেন্ডস্ গ্রুপ কার্য্যালয়ের সামনে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের সকাল ৮:০৫ মিনিটে শহীদদের উদ্দ্যেশে ১ মিনিট নিরবতা পালন করা হয়, সকাল ৯:৩০ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালী রাঙ্গামাটি ছোয়ানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, র্যালী শেষে সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি ও ২নং আলাদীপুর ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মজিদ তালুকদার ইমন এর নেতৃত্বে সকল সদস্য, স্থানীয় অন্যান্য সংগঠন, সানরাইজ কিন্ডার গার্টেন স্কুল ও জনসাধারণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি ও ২নং আলাদীপুর ইউপি ৩নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ মজিদ তালুকদার ইমন।