সাহিত্য

মাসুম আওয়ালের নতুন ছড়ার বই “আমিও ফড়িং তুমিও ফড়িং”।

নিউজরুমবিডি.কম:রাফিউজ্জামান রাফি: অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও ছড়াকার মাসুম আওয়ালের নতুন ছড়ার বই “আমিও ফড়িং তুমিও ফড়িং”। মজার মজার ছড়ায় ভরা মিষ্টি মধুর ছড়ার বইটি শিশুতোষ ছড়ার বই। ছড়াকার বইটির পরিচয়ও দিয়েছেন ছড়ায় ছড়ায়। ‘এই বইটা হাতে নিয়ে,হারিয়ে যেতে পারো তুমি,নতুন ছড়ার সুরে/তোমার জন্য লিখেছি সব,কুড়কুড়ে মুড়মুড়ে/ এই বইটায়,তোমার দেখা- বৃষ্টি আছে ফড়িং আছে,পুতুল আছে হাতি আছে,সিংহ আছে,আছে শখের ঘুড়ি/এই বইটাই,কবি আছে ছবি আছে,পাখি আছে,খুশির মাখামাখি আছে,আছে পিচ্চি বুড়ি/এই বইটায়,গ্রামকে পাবে শহর পাবে,মা’কে পাবে, পাবে প্রিয় দেশ/পড়েই দেখ ছড়াগুলো,ছড়িয়ে দিবে মনের ভেতর,ভালোবাসার রেশ।” চিত্রশিল্পী আশফাকুল আশেকীনের আঁকা বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। মেলায় পার্ল পাবিলিকেশনের ৬ নাম্বার প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি।বইটির মূল্য নির্ধারন করা হয়েছে ১০০ টাকা।”আমিও ফড়িং তুমিও ফড়িং” মাসুম আওয়ালের তৃতীয় ছড়ার বই। তার অন্য দুটি বই হলো,”ছুটছে মজার ছড়ার গাড়ি” (২০১০) ও “ভূততাড়ুয়া”(২০১৪)।

Related Articles

Close