বিনোদন
‘ছাতার কারিগর’ সুমন কল্যান।
নিউজরুমবিডি.কম:বিনোদন ডেস্ক:সুমন কল্যান।ভক্তদের নিকট যিনি ছাতার কারিগর।তিনি শুধু ছাতার কারিগরই নন, তিনি সুইসাইড নোটেরও বাহক।সমস্ত আত্মহুতি দেয়া মানুষের হয়ে তিনি গলা ছেড়ে গেয়েছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
ছাতার কারিগর খ্যাত কন্ঠশিল্পী সুমন কল্যান একাধারে একজন শক্তিমান সুরকার ও সংগীত পরিচালক।
সুমন কল্যানের বেড়ে ওঠা ও সংগীতের হাতে খড়ি দুটোই বন্দরনগরী চট্টগ্রামে।সিটি বয়েজ ব্যান্ডের মাধ্যমে তার যাত্রা শুরু।এরপর পর্যায়ক্রমে সফট টাচ,স্পার্ক ব্যান্ডের সদস্য ছিলেন তিনি।বন্দর নগরীকে কিবোর্ড ও কন্ঠের মায়াজালে বুদ করে এই সুরের ফেরীওয়ালা একদিন চলে আসেন রাজধানীতে।অতঃপর একদিন রাজধানী শহরও নেশাতুর হয়ে যায় বন্দর নগরীকে সুরের মায়াজালে বুদ করে দেয়া সেই সুরের ফেরীওয়ালার কিবোর্ড ও কন্ঠের মায়াজালে।
বাকী গল্প সবার জানা।সিটি বয়েজ ব্যান্ডের সেই ছোট্ট ছেলেটি এখন এই শহরের ছাতার কারিগর।যার গানের সুরে মানুষ খুজে পায় ভিন্নতা,খুজে পায় নিজেকে।