অন্যান্যক্যাম্পাসজাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর ৭ উপদেশ

10958_128নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সম্মেলন হয়ে গেছে প্রায় দুই মাস আগে। এখনও ঘোষিত হয়নি কমিটি। সুত্রগুলো বলছে ছাত্রলীগের নেতৃত্ব বাছাই করতে  এবার চলছে চুলচেরা বিশ্লেষন। তাই এই বিলম্ব। এই বিলম্বকে ইতিবাচক হিসেবেই দেখছেন দলীয় নেতা-কর্মীরা। তাছাড়া এবারের কমিটি আসছে  সরাসরি আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার হাত ধরে। তিনিই বাছাই করছেন আওয়ামীলীগ এর এই ভ্রাতৃপ্রতিম সংগঠনের  আগামীর কান্ডারী।

এ উপলক্ষে গতকাল বিকেল ৪ টায় পদ প্রত্যাশীদের গনভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন শেখ হাসিনা। মতবিনিময়ের সময় তিনি ছাত্রলীগকে নানা দিকনির্দেশনা দেন।

এ সময়  ছাত্রলীগের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন,
‘যদি রাজনীতি করতে চাও,
তাহলে এই পরামর্শগুলো মনে রেখো ,

সেগুলো হলো:
১. শুধু টাকা দিয়ে রাজনীতি হয়না,রাজনীতি করতে হলে মানুষের মন জয় করতে হবে।
২. রাজনীতি একা করা যায়না,সবাইকে নিয়ে করতে হয়।
৩. কর্মীদের তুচ্ছ বা অবজ্ঞা করে নয়,তাদের সম্মান করে নেতা হতে হয়।তারা যেন নেতার জন্য সবকিছু ত্যাগ করতে পারে।
৪. কাউকে বাদ দিলে শক্তি ক্ষয় হয় এবং তাঁকে সঙ্গে নিলে শক্তি বাড়বে।
৫. কেউ বিরোধিতা করলে,আগে বুঝতে হবে কেন সে বিরোধিতা করছে। বিরোধিতার কারণ না জেনে পাল্টা ব্যবস্থা বোকামি।
৬. নেতা হতে গেলে আগে অন্যের কষ্ট বুঝতে হবে।
৭. নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার আগে শোনো,তোমার কর্মীও একটা ভালো পরামর্শ দিতে পারে।।

Related Articles

Close