নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবপ্রসাদ দাঁ। শুক্রবার (২ জুলাই) ঢাবির জনসংযোগ দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন দেবপ্রসাদ দাঁ। জানা যায়, এসময় উপস্থিত ছিলেন বিভাগের বিদায়ী চেয়ারপার্সন টুম্পা সমদ্দার সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
ড. দেবপ্রসাদ দাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকেই বিএ (সম্মান), এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বিভিন্ন সময়ে বিভাগ ও হলের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন।
শিক্ষার্থীবান্ধব এই শিক্ষাগুরুর দায়িত্ব প্রাপ্তিতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও উদ্দীপনা দেখা গেছে। তাঁকে নিয়ে গতকাল থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্নভাবে অভিনন্দন বার্তা দিচ্ছেন বিভাগের সাবেক-বর্তমান উচ্ছ্বসিত শিক্ষার্থীরা!
সংগীত বিষয়ে তাঁর ১৪টি গ্রন্থ এবং ১৪টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলা গানের একজন জনপ্রিয় সংগীতশিল্পী।