সখীপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা শ.ম. অালী অাজগর সখীপুর থানা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে সকল কৃতি সন্তানেরা সখীপুর গড়ার কারিগর ছিল তাঁদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শ.ম অালী অাজগর অন্যতম। সখীপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছে বীর মুক্তিযোদ্ধা শ.ম অালী অাজগর খুবই জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন সহজ সরল সাদা মনের একজন নির্মল মানুষ। তিনি সখীপুরে শিক্ষকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন। তিনি ছেলে বুড়ো সকল বয়সী মানুষের কাছে ছিলেন প্রিয় একজন মানুষ। সখীপুর পি এম পাইলট স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেছেন এবং গভর্নিং বডির (স্কুল পরিচালনা কমিটির) সভাপতির দায়িত্ব পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা শ. ম. অালী অাজগর। বঙ্গবীর অাব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের কাদেরিয়া বাহিনীর নের্তৃত্বে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ গ্রহণ করেছেন। তিনি বাল্যজীবন থেকেই দানশীল ছিলেন। গরীব অসহায় হতদরিদ্র মানুষদের জন্য জনকল্যাণমূলক কাজ করেছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা শ.ম অালী অাজগরের পূর্ব পুরুষদের অবস্থা অনেক ধনাঢ্য থাকার কারণে তিনি ছোটবেলা থেকেই জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। ১৯৭৬ সালে সখীপুর থানা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর দীর্ঘদিন বীর মুক্তিযোদ্ধা শ. ম অালী অাজগর থানা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সখীপুর বাজারে দাতব্য চিকিৎসালয়, স্কুল, কলেজসহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য অগ্রগামী ছিলেন। তিনি বিভিন্ন স্কুল কলেজ এতিমখানায় জমি দান করেছেন। সখীপুর উপজেলা কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তিনি এলাকার মানুষের ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য নিজেকে সর্বসময় ব্যস্ত রেখেছেন। পারিবারিক জীবনে সহধর্মিণী জায়েদা বেগমের সাতে পরিণয়সূত্র অাবদ্ধ হন। তিনি সমাজের উন্নয়নমূলক কাজ করার জন্য পেয়েছিলেন কাঙ্খিত জীবনসঙ্গিনী। এই গুণবতী নারী নিজের গহনা বিক্রি করে দিয়েছিলেন স্বামীর সমাজসেবা কাজের জন্য। তিনি সখীপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে পেয়ছেন অফুরন্ত শ্রদ্ধা ভালবাসা। সংসার জীবনে দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক তিনি। বড় কন্যা লিলি জেসমিন, সরকারি চাকুরীজীবি, ছেলে জাহিদ ইকবাল জাহাঙ্গীর, রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী, অারিফ ইকবাল অালমগীর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল এন্ড কলেজ, তিনি সড়ক দুর্ঘটনায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কনিষ্ঠ কন্যা মেয়ে জেসমিন শাহরিন মিলি শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। নাতনী সুমাইয়া ইকবাল অর্ক, জায়মা ইকবাল অর্পা ও জাহিদা ইকবাল অর্ণা। বীর মুক্তিযোদ্ধা শ.ম অালী অাজগর ২০১৪ সালের ২ জুলাই ইহলোক ত্যাগ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।