ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

কাল প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

south africaক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

টেস্টে ক্রিকেটের অভিজাত সংস্করণে গত এক বছরে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। সবশেষ অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি এখনো বেশ তাজা। সাদা পোশাকে এখন পর্যন্ত মোট ১০ বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে কোনোটিতেই জয়ের দেখা পায়নি টাইগাররা। দুটি টেস্ট ড্র হলেও তাতে বৃষ্টির আশীর্বাদ ছিল। বাকি আট টেস্টেই জয় পেয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্টের ফলাফল আরো ভয়াবহ। চার টেস্টের সবকটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর ৩৩০। তবে বিবর্ণ সে অধ্যায় পেরিয়ে এখন অনেক দূর এগিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেট। বছর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের বদলে যাওয়ার কথা জানান দিচ্ছে প্রতিনিয়ত। তাই ম্যাচ শুরুর আগে আবারও ভালো শুরু ও ছন্দ ধরে রাখার কথা জানালেন টাইগার দলপতি।

Related Articles

Close