বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে কমান্ডার অপসারণের দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জহুরুল হক ডিপটির অপসারণ দাবীতে মানববন্ধন করেছে জেলার সাধারণ মুক্তিযোদ্ধারা।
সোমবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় শহীদ মিনার চত্ত¡রে ১ ঘন্টা ব্যাপি মানবন্ধন কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
স্বৈরাচারী মনোভাব, মুক্তিযোদ্ধা সংসদের অর্থ আত্মসাত, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের ২জন ডেপুটি কমান্ডার, সাবেক জেলা কমান্ডার, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, বাসাইল,কালিহাতী, ঘাটাইল ও ভুঞাপুর উপজেলা কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রমের ছেলে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গংদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটির অপসারণ দাবীতে এ কর্মসূচী পালন করেন তারা।
এছাড়াও তার বিরুদ্ধে দূর্নীতির বিশেষ প্রমান স্বরূপ রয়েছে টাঙ্গাইল সদর উপজেলার বায়েজিত আলম, বাবলু, তোফাজ্জলসহ ৯৩জন অমুক্তিযোদ্ধার কাছ থেকে কোটির অথিক টাকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত জাল সার্টিফিকেট জেলা প্রশাসক মহোদয়ের নিকট সম্মানী জন্য জমা দিয়েছিলেন। পরবর্তীতে জেলা প্রশাসক সে তালিকা ফেরৎ পাঠান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর বিক্রম আবুল কালাম আজাদ, সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সহকারী কমান্ডার সোলায়মান মিয়া, আব্দুল কাদের মিয়া, জেলার প্রতিটি উপজেলার কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ অসংখ্য সাধারণ মুক্তিযোদ্ধা।