বাংলাদেশসর্বশেষ নিউজ

গ্রামীন সিমের নেটওয়ার্ক সমস্যায় ভুগছে বিরলবাসী

Grameenphoneজেড.আই জহির, বিরল (দিনাজপুর) : বিরল উপজেলা থ্রিজি নেটওয়ার্কের আওতায় শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ, বাস্তবায়নে নেই। গ্রামীনফোন কোম্পানীর টাওয়ার গুলো খুবই দুর্বল। যার ফলে নেটওয়ার্কের সমস্যা ভুগছে গ্রামীনসিম ব্যবহারকারী উপজেলার গ্রাহকরা। গ্রাহকদের দাবী রবি, এয়ারটেল, বালালিংকসহ অন্যান্য নেটওয়ার্ক গ্রামীন ফোনের থেকেও তুলনা মুলক ভালো কম সমস্যা করছে।

উপজেলা জুড়ে গ্রামীণ ফোনের নেটওয়ার্কের খুবই খারাপ অবস্থা। গ্রামীণ ফোন সিম নম্বর ব্যবহারকারীরা রীতিমত চরম দুর্ভোগে ভুগছে। বিরলে প্রায় দেড় লক্ষাধিক মানুষ গ্রামীনফোনের সিম ব্যবহার করে। তারপরেও কোম্পানী বিষয়টি নজরে নিচ্ছেন না।

গ্রামীণ সিমের নেটওয়ার্ক এ অবস্থা চলতে থাকলে গ্রামীনফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা সিম বয়কট করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। গ্রামীণফোন সিমের এমন বাজে সার্ভিসের জন্য বিরল উপজেলার সংবাদ মাধ্যম কর্মীরা দারুণ অসুবিধার মধ্যে পড়েছেন। নেটওয়ার্ক সমস্যার কারনে সঠিক সময়ে সংবাদ (নিউজ) প্রকাশ করতে পারছেন না।

এদিকে গ্রামীনফোন কর্তৃপক্ষ দ্রুততার সহিত বিষয়টি জরুরী আমলে নিয়ে ভোগান্তি দুর করবেন বলে এমনটাই আশা করছেন বিরল উপজেলাবাসী। অন্যথায় গ্রামীণফোন সিম বয়কট করতে বাধ্য হবে গ্রাহকরা।

Tags

Related Articles

Close