বাংলাদেশসর্বশেষ নিউজ

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

নিউজরুমবিডি.কম: গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের প্রিলিমিনারি পরীক্ষায় ১৩ হাজার ৮৩০ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে কমিশনের  www.bpsc.gov.bd ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-২ ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে।

ঢাকা কেন্দ্রের প্রার্থীদের পিএসসির প্রধান কার্যালয়ে এবং অন্য বিভাগীয় কেন্দ্রের প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগীয় শহরে কমিশনের আঞ্চলিক কার্যালয়ে বিপিএসসি ফরম-২ জমা দিতে হবে।

৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জন এবং সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চার জনকে নিয়োগ দেবে সরকার।

Tags

Related Articles

Close