সর্বশেষ নিউজ
মেরী স্টোপস টাঙ্গাইল ডিআইসি এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
মুক্তার হাসান, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলে আজ সকালে বেসরকারি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান লাইট হাউস কনসোর্টিয়ামের মেরী স্টোপস সাবালিয়া, টাঙ্গাইল কার্যালয়ে আয়োজিত জেলা সাংবাদিক গ্রুপ কমিটির এডভোকেসী সভা অনু্ষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিআইসি ব্যবস্থাপক মো. জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল অাখতার শামীম। বিশেষ অতিথি ছিলেন একুশে টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজী রিপন। টাঙ্গাইল ডিআইসির কাউন্সিলর রিবাদ কিরন আকন্দের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নাসরিন জাহান খানম, মো. শহিদুল ইসলাম, মির্জা জিয়া হোসাইন, মামুনুর রহমান, মাজেদ খান, মো. রাশেদ খান মেনন, সুমন খানসহ অন্যান্য সাংবাদিকগণ।
সভায় সকল বক্তারা বলেন, এমএসএম ও হিজরাদের মাঝে এইচআইভি এইডস এর ঝুঁকি নিরসন ও সমাজের সাধারণ মানুষের মত অধিকার আদায়ের লক্ষ্য বাস্তবায়ন করে আসছে। আরসিসি প্রকল্প চলমান ও বেগবান করার প্রত্যয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রধান/ প্রতিনিধিগণ নিজেদের সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন।
টাঙ্গাইলে এমএসএম ও হিজড়া জনগোষ্ঠির সদস্যগণ যেন এইচআইভি এইডস, যৌণরোগ মুক্ত থাকতে পারে, অধিকার ভিত্তিক তথ্য প্রদান, নির্মমতা, বঞ্চনার কথা, কর্মসংস্থান- আলাদা শিক্ষা, আইনপ্রণয়নের জন্য কর্মসূচি, ভোকেশনাল প্রশিক্ষণ, বিভিন্ন সভা সেমিনারে হিজড়াদের অংশগ্রহণ, তথ্য যোগাযোগ, তথা মানবাধিকার রক্ষায় উদ্যোগী এবং তারা আমাদের সুশীল সমাজের সাধারণ মানুষের মত জীবন যাপন করার সুযোগ সুবিধা ভোগ করার উপযুক্ত পরিবেশ তৈরি করা। পাশাপাশি হিজড়া / এমএসএমদের নিয়ে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান এইচআইভি এইডস, যৌন রোগমুক্তি ও অন্যান্য অধিকার ভিত্তিক কার্যক্রমে সকলের অবস্থান থেকে লেখনী ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজ করার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। সরকারি বেসরকারি সাহায্যকারী প্রতিষ্ঠানের সহায়তা করার ক্ষেত্রে সুনির্দিষ্ট মতামত, পরামর্শ ও সহযোগিতার কথা তুলে ধরা হয় এ আলোচনা সভায়।