uncategorized
টাঙ্গাইলে এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার আসামীকে দুই মাসেও গ্রেফতার করতে পারিনি পুলিশ
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আলোকদিয়া গ্রামে আলোকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর এক ছাত্রীকে ধষর্নের চেষ্টার অভিযোগে থানায় মামলা হওয়ার দুই মাস চলে গেলেও, মামলার আসামী রাজিবকে গ্রেফতার করতে পরেনি পুলিশ।
ঐ ছাত্রীর বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায় সেদিনের সে ভয় আজও তার চোখেমুখে ফুটে ওঠা,সেই কথা স্মরণ হলে এখনও কান্নকাটি করছে সে। তার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন এব্যপারে গ্রামে শালিস বৈঠক হলেও তা প্রত্যাখান করেছে রাজিব ও তার পরিবার। বিচার না পেয়ে থানায় মামলা করায়, উল্টো হুমকি ধামকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। আমাদের নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে। আমরা গরীব তাই বলে বিচার পাব না ! প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি তারা যেন দ্রুত আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন।
উলেখ্য, গত ২মার্চ মেয়েটি তার অপর বান্ধবীকে সাথে নিয়ে বাড়ির পার্শবর্তি জমিতে শাক তুলতে গেলে প্রতিবেশী লম্পট রাজিব তাকে জোর করে ধরে বেগুন ক্ষেতে নিয়ে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষনের চেষ্টা করে। এ দৃশ্য তার বান্ধবী দেখে ফেলে এবং তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে লম্পট রাজিব মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। এ ব্যপারে ঐ দিনই মেয়েটির মা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক ভ‚ইয়ার সাথে শনিবার বিকেল ৫টা ৪২মিনিটে ফোনে যোগাযোগের চেষ্ঠা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।