জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে বিদ্যুৎ বিভাগের হয়রানির প্রতিবাদে ভোক্তভোগীদের সংবাদ সম্মেলন

press briefingনিজস্ব প্রতিবেদক: বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) বিরুদ্ধে  নতুন সংযোগের নামে কালক্ষেপন, মিটার পরিবর্তনের নামে গ্রাহকদের মাসের পর মাস হয়রানি, গড়বিল ও গ্রাহকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা।

আজ বিকেলে সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে ভূক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা লিখিত অভিযোগ পাঠ করেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা সখীপুর পিডিবি’র কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী কর্তৃক হয়রানির অভিযোগ তুলে ধরেন। ওইসব কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কিছু লোকের মাধ্যমে নতুন সংযোগ দেওয়ার নামে কালক্ষেপন, ভাল মিটার নষ্ট দেখিয়ে তা পরিবর্তনের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করেন। পিডিবি’র কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছাচারিতা ও মিথ্যা মামলা বন্ধ না করলে অচিরেই ভূক্তভোগীরা কঠোর আন্দোলনে যাবেন বলেও ঘোষণা দেন ভোক্তভোগীরা।

Related Articles

Close