জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

প্রথম আলো’র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের মানববন্ধন

মুক্তার হাসান, নিউজরুমবিডি: প্রথম আলো’র জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইলের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার বেলা ১২ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. কামরুজ্জামান ও আতাউর রহমান খান, সহ-সভাপতি তুহিন খান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলো’র জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে অবৈধভাবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে ওই সরকারি কর্মকর্তা ও এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও রোজিনা ইসলামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close