ইসলামবাংলাদেশসর্বশেষ নিউজ

বিশ্ব ইজতেমার ১ম পর্বের সমাপ্তি

iztemaবিশেষ প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: গত শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমার ১ম পর্বের সমাপ্তি ঘটলো আজ রোববার। সকাল ১১টায় শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ১১টা ৩৫ মিনিটে। এবারের আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের প্রখ্যাত মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী।

বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনায় মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ নদী তীর ও এবং এর আশপাশের এলাকায়। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেছেন লাখ লাখ মুসল্লি।

আজ সকাল হতে না হতেই মুসল্লিদের ভিড় ইজতেমা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়ি, কল-কারখানা, অফিস কিংবা দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় বসেও মোনাজাতে অংশ নেন। গণভবন থেকে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।

আগামী ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

Related Articles

Close