ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

নিয়ম রক্ষার ম্যাচে ১২ রানের জয় হল্যান্ডের

Peter Borren

জেড.আই জহির: ষষ্ঠ টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রথম রাউন্ডের গ্রুপ “এ” এর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামে দুই প্রতিবেশী দেশ আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি মাঠে গড়ায় মাত্র ৬ ওভার করে। নিয়ম রক্ষার ম্যাচে আইরিশদের ১২ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। ফলে কাঙ্খিত জয় নিয়ে টুর্নামেন্টে তিন পয়েন্ট নিয়ে বিদায় নিল আয়ারল্যান্ড।

রবিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপের ১১তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস

দলের পক্ষে ওপেনার ব্যাটসম্যান স্টিফেন মাইবার্গ সর্বোচ্চ ২৭ রান করেন। তার ১৮ বলের ঝড়ো ইনিংসে ৫টি চারের মার ছিল। এছাড়া হল্যান্ডের হয়ে অধিনায়ক পিটার বোরেন ১৩ রানে অপরাজিত থাকেন। আইরিশদের পক্ষে জর্জ ডকরেইল দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন তিনটি উইকেট।

নিয়ম রক্ষার ম্যাচে ৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। ৩৩ রান তুলতেই প্যাভিলিয়নে ফেরত প্রথম সারির পাঁচজন ব্যাটসম্যান। রীতিমত হল্যান্ডস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কেউ দাড়াতে না পারলে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে আইরিশরা। মূলত পল ভন ম্যাকারেনের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে আইরিশরা। ২ ওভার বল করে ম্যাকারেন মাত্র ১১ রান খরচায় নেন ৪টি উইকেট।

শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৭ রান করে আয়ারল্যান্ড। নেদারল্যান্ডসের পক্ষে ম্যাকারেন ৪টি, ভানদার মারওয়ে ২টি ও ভানদার গুগটেন একটি উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডসের পল ভান ম্যাকারেন।

Tags

Related Articles

Close