বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে করোনায় মোট আক্রান্ত ২৫৩জন

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধ: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা নতুন করে ১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে মোট আক্রান্ত সংখ্যা দাড়ালো ২৫৩ জনে। সদর উপজেলার ৩৩জন, নাগরপুর ৩০জন, দেলদুয়ারে ২৫জন, সখীপুর ১১জন, মধুপুরে ৪৭জন, বাসাইল ৩জন, কালিহাতী উপজেলায় ২৫জন, ঘাটাইল ১৭জন, মধুপুর ২০জন, ভূঞাপুরে ১২জন, ধনবাড়ী উপজেলার ১৭জন ও গোপালপুর উপজেলায় ১৩জন আক্রান্ত রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ২৫৩ জনে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জনান, জেলায় সর্বমোট ১১৯৯১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ৯৯১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২০৭৬ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। বাড়িতে ও আইসোলেশনে রয়েছে ১৬১জন। জেলায় সব চেয়ে বেশি আক্রান্ত মধুপুর ও কম আক্রান্ত হয়েছে বাসাইল উপজেলায়।

Tags

Related Articles

Close