ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

ময়মনসিংহ ও ত্রিশালে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে ‘ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের’ শীতবস্ত্র বিতরণ

winterমোঃ বদরুল আলম বিপুল,কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ শীতের এই তীব্রতাকে উপেক্ষা করার জন্য আমরা নানানরকম শীত বস্ত্র পরিধান করি। কিন্তু আমরা যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত হেঁটে যাই, সেই রাস্তায় বসবাসরত মানুষগুলোর দিকে কি একটু খেয়াল করেছি? হয়তো ব্যস্ততা বা সময়সল্পতার কারণে  খেয়াল করা হয়ে ওঠে নি।

চলার পথে একটু  খেয়াল করুন তাদের দিকে, যারা  শীতের তীব্রতাকে উপেক্ষা করার জন্য একটি চটের বস্তা গায়ে জাপড়ে ধরে শুয়ে রাত কাটাচ্ছে, কেউ আবার একটি পলিথিন ব্যাগকে আশ্রয় করে রাত কাটানোর চেষ্টা করছে,  কেউ শীতের তীব্রতাকে মেনে নিয়েই কাঁপতে কাঁপতে রেললাইনের পাশে ঘুমিয়ে পড়েছে, কেউ আবার শুকনো খরকুটো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে আর অপেক্ষা করছে কখন সকাল হবে, কখন সূর্য উঠবে।

শীতার্ত মানুষদের কথা মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

আজ সকাল ১০টায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের পক্ষ হতে ময়মনসিংহ এবং ত্রিশালের বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে ২০০টি কম্বল, ৫০টি সোয়েটার এবং ২৫০টি পুরাতন কাপড় বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সোহেল রানা, সহকারী অধ্যাপক মোঃ মাসুদ চৌধুরী, সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র দাস, হাবিবুর রহমান, জুয়েল কুমার রায়, মন্টি আদিত্য এবং জান্নাতুল ফেরদৌস বৃষ্টি সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম অপু এবং মমিনুর রহমান বলেন, আমরা প্রতি বছর শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করি, যাতে তারা আমাদের সামান্য অনুদান গ্রহণ করে কিছুটা হলেও শীতের তীব্রতা হতে রক্ষা পায় ।

এ বিষয়ে বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সোহেল রানা বলেন, ‘মানুষ মানুষের জন্য’ একথা আমরা সবাই মুখে মুখে বললেও খুব অল্প মানুষই আছি যারা মানুষের সেবায় এগিয়ে আসে । কিন্তু আমরা শুধু মুখে বলে নয় বাস্তবে করেও তার প্রমাণ করেছি । তিনি আরও বলেন, শীতবস্ত্র বিতরণের প্রধান উদ্দেশ্য হল অসহায় এবং দুস্থ মানুষজন যাতে শীত থেকে নিজেদের সেফ করতে পারে ।

Related Articles

Close