জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ফুলবাড়ীতে সূর্য্য পূজা উপলক্ষে নারী-পুরুষের মিলনমেলা

fulbari-pujaমোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য্য পূজা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (০৭ নভেম্বর) সূর্য্য পূজা শেষ হয়েছে। ফুলবাড়ীর শাখা যমুনা নদীর তীরে বসেছিল হিন্দু স¤প্রদায়ের সব বয়সী নারী-পুরুষের মিলনমেলা।

সূর্য্য দেবতার কৃপা লাভের লক্ষ্যে গত রবিবার বিকেলে নিজ নিজ বাড়ি থেকে ডালায় কুলাভর্তি প্রসাদ সাজিয়ে নদীর তীরে সূর্য্য দেবতার দিকে তাকিয়ে বসেছিলেন নারীরা। সূর্যাস্তের পর সেখান থেকে ফিরে যান নিজ নিজ বাড়ি। আবার ঐদিন দিবাগত রাত ২টা থেকে ফিরে আসেন নদীর তীরে। অপেক্ষা করেন সূর্য্য ওঠার জন্য।

সামবার সূর্য্য ওঠার পর থেকেই নদীতে স্নান করে মনোকামনা ও সূর্য্য দেবতার কৃপাদৃষ্টি লাভের জন্য কুলায় ভর্তি প্রসাদ নিয়ে অর্ঘ্য করেন সূর্য্য দেবতার উদ্দেশ্যে। প্রসাদ অর্ঘ্য শেষে নারীরা একে অপরকে আবির পরিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Related Articles

Close