জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

এইচএসসিতে পাশের হার ৭৪.৭০%

images (2)জাতীয়ঃ এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ গতবারের চেয়ে এবার পাসের হার দশমিক ১০ শতাংশ বেড়েছে

পরীক্ষার ফলাফলের অনুলিপি আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। সময় শিক্ষামন্ত্রী পরীক্ষার পাসের তথ্য জানান। 

বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে

ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএর পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেওয়া হবে

গ্রেড পদ্ধতিতে ফলাফল দেওয়া শুরু হওয়ার পর থেকে নম্বর দেওয়া বন্ধ করা হয়েছিল। শুধু একজন শিক্ষার্থী কত জিপিএ পেত, তা দেওয়া হতো

ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, একজন শিক্ষার্থী সৃজনশীল, বহুনির্বাচনী ব্যবহারিক অংশে কত নম্বর পেল, তা আলাদাভাবে অনলাইনে দেওয়া হবে

গত এপ্রিল এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় জুনে। বছর দেশের আটটি সাধারণ এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। অবশ্য এর মধ্যে বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল

Tags

Related Articles

Close