ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

তরুণ টাইগারদের ক্লাস নিলেন মাশরাফি

mashক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আগামী ২৭ জানুয়ারি থেকে দেশের মাটিতে বিশ্বকাপ মিশনে নামবে অনুর্ধ্ব-১৯ দলের টাইগাররা। আর তাঁদের এই বিশ্বকাপে ভালো ফল করার রসদ যোগাতেই অন্যরকম এক ক্লাস নিলেন টাইগার দলপতি মাশরাফি মর্তুজা।
দেশের মাটিতে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য ফাইনাল খেলা। আর সেই লক্ষ্যে যেন ভালো কিছু করতে পারে- তাই মাশরাফির কাছ থেকে প্রেরণা নিলেন তরুণ তুর্কিরা। মিরপুর একাডেমিতে বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটারদের চাপমুক্ত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে খেলার মাঠে নিজেদের উজাড় করে দেয়ার পরামর্শ দিলেন মাশরাফি।
তরুণ এ ক্রিকেটারদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘ চাপ নেওয়া যাবে না। মনে রাখতে হবে তোমরা দেশের প্রতিনিধিত্ব করছো। এটা যে কারোর জন্যই গর্বের ব্যাপার। তোমরাই এক সময় জাতীয় দলে খেলবে। সবসময় শেখার চেষ্টা করতে হবে। আনন্দ নিয়ে খেলতে হবে, চাপমুক্ত হয়ে খেলতে হবে। উপভোগ করতে হবে ক্রিকেট। তাহলে ধাপে ধাপে তোমরা এগিয়ে যেতে পারবে।’
ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার পাশাপাশি ম্যানেজমেন্টের প্রতিও পরামর্শ দেন টাইগার দলপতি। তিনি বলেন,‘ আমরা চ্যাম্পিয়ন হতে চাই। কিন্তু ওটা হতেই হবে- এই চাপটা ওদের মাথার মধ্যে যেন ঢুকিয়ে দেওয়া না হয়। তাহলে উল্টো ফল হতে পারে। ছেলেরা যেন চাপমুক্ত হয়ে খেলতে পারে, সেটা নিশ্চিত করতে হবে ম্যানেজমেন্টকে।’
Tags

Related Articles

Close