ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টেস্টে টাইগারদের আটে উঠার হাতছানি

14591872_1850321248533837_9135767903076711563_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ে আটে উঠার হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্ট জয়ের ফলে এমন স্বপ্ন দেখছে টাইগার’রা।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ১০৮ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ। আর এই জয়ের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। টেস্ট র‌্যাঙ্কিংয়ে মূল্যবান ৮ রেটিং পয়েন্ট বেড়েছে মুশফিক বাহিনীর। অন্যদিকে ইংলিশদের কমেছে মূল্যবান ৩ রেটিং পয়েন্ট। তবে রেটিংয়ে পরিবর্তন হলেও দুই দলের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে নয়ে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৫৭। এখন সেটি বেড়ে হয়েছে ৬৫। আর চারে থাকা ইংল্যান্ড সিরিজ শুরু করেছিল ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে। এখন সেটি কমে হয়েছে ১০৫।

এদিকে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টেই হেরেছে ক্যারিবীয়রা। শারজাহতে চলমান টেস্টও হারলে তারা হারাবে কয়েকটি রেটিং পয়েন্টও। সেক্ষেত্রে বাংলাদেশ প্রথমবারের মতো উঠে যেতে পারে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে।

Tags

Related Articles

Close