জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

টাঙ্গাইল-৮ আসনে প্রকৌশলী আতাউল মাহমুদের ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা

ataul 3টাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে শুরু হয়েছে প্রার্থীদের নানামুখী প্রচারণা। দেশের অন্যান্য আসনের মতোই পিছিয়ে নেই টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রার্থীরা। এ আসনে আওয়ামীলীগের ব্যানারে মনোনয়ন পেতে প্রতিযোগীতা করছেন নয়জন প্রার্থী। তাঁদের মধ্যে অন্যতম হলেন এ আসনের বর্তমান সাংসদ অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত সিকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আতাউল মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ। প্রার্থীদের সবাই নানামুখী কৌশল নিয়েছেন নিজেদের প্রচারণায়। তবে বাসাইল- সখীপুরে সবচেয়ে আলোচিত হচ্ছে প্রকৌশলী আতাউল মাহমুদের নির্বাচনী প্রচারণার কৌশল। ataul 2

আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আতাউল মাহমুদ আওয়ামীলীগ সরকারের গত ১০ বছরের সাফল্যের বাস্তবতা সর্বস্তরের জনসাধারণকে বোঝাতে এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন। বাসাইল- সখীপুরের সাধারণ জনগণের মাঝে তার এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ জনগণও। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি তার নিজ এলাকা সখীপুরের বেতুয়াগ্রাম থেকে ব্যতিক্রমী এ উদ্যোগের যাত্রা শুরু করেন।

ataul1“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য” শিরোনামে তিনি লক্ষাধিক হ্যান্ডবিল প্রচারপত্র তৈরি করেছেন। এতে আওয়ামীলীগ সরকারের ১০ বছরে উল্লেখযোগ্য ৪৪টি সাফল্যের বর্ণনা রয়েছে। অন্যান্য প্রার্থীদের মতোই তিনিও গণসংযোগের অংশ হিসেবে পথসভা, মোটরসাইকেল শোভাযাত্রা, নারী ভোটারদের সাথে উঠান বৈঠকসহ সকল শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। প্রকৌশলী আতাউল মাহমুদ তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে খেটে খাওয়া শ্রমজীবীদের কাছেপ প্রচারপত্রে উল্লেখিত সরকারের সাফল্যগুলি পড়ে শোনাচ্ছেন, ছবি দেখাচ্ছেন এবং সরকারের এসব সাফল্য ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহবান জানাচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, আমি শতভাগ বিশ্বাসী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অবশ্যয়ই আমাকে মনোনয়ন দিবেন। তিনি গত ১০ বছরে উন্নয়নে বাংলাদেশকে যেভাবে বদলে দিয়েছন, আমি নির্বাচিত হলেও ঠিক সেভাবেই উন্নয়নে বাসাইল- সখীপুরকে বদলে দেবো।”

Tags

Related Articles

Close