জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চার শিক্ষার্থীকে উদ্ধার

sumonমোস্তাফিজুর রহমান সুমন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় ঢাকার পল­বী এমডিসি মডেল স্কুলের নবম শ্রেণির চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

এরা হলেন, ঢাকার পল­বী এমডিসি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও পল­বী থানা এলাকার বাবুল শেখের ছেলে রবিউল ইসলাম সাগর (১৫), মাহমুদুল হাসানের ছেলে ইউসুফ হোসেন (১৪), কামাল হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম (১৫) ও ইসরাফিল হোসেনের ছেলে ইশতিয়াক হোসেন শান্ত (১৪)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী পালিয়ে যায়।

জানা গেছে, গত মঙ্গলবার চার বন্ধু রাগ করে বাড়ি থেকে বের হয়। এরপর তারা ঢাকা থেকে লালমনিরহাটগামী ট্রেনে ওঠে। ওই ট্রেনেই  এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় ঘটে। ওই ব্যক্তি  সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ভারতে চাকরি দেয়ার কথা বলে গত বৃহস্পতিবার সকালে হিলিতে নিয়ে আসে। ওইদিন দুপুর পর্যন্ত কয়েক দফায় ওই শিক্ষার্থীদেরকে ভারতে পাচারের চেষ্টা করে পাচারকারীরা ব্যর্থ হয়। গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিক্ষার্থীদেরকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Close