আন্তর্জাতিকক্যাম্পাসবাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ঢাবিতে ছাত্রলীগের দোয়া মাহফিল অনুৃষ্ঠিত

শেখ-মুজিবphoto-558x350
এস.এইস.উদয়, নিউজরুমবিডি.কম: আজ ১৫ই আগষ্ট
জাতির জনকের ৪১ তম মৃত্যুবার্ষিকী । বাঙালি জাতির জন্য এক শোকাবহ দিন। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতি তার গর্বের ধন, জাতির পিতাকে হারিয়েছে।
দিনটি যথাযথ ভাব গাম্ভীর্য ও গুরুত্বসহকারে পালন করছে পুরো জাতি। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য অধ্যাপক মো.আখতারুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এম.সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী ও সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মৃতির প্রতি গভীর ভাবে স্মৃতিচারণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
ঢাবির কেন্দ্রীয় মসজিদের খতিব দোয়ামাহফিল পরিচালনা করেন।

Related Articles

Close