ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
পিএসএলে ছাড়পত্র পেল সাকিব-তামিমরা তবে!
জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের চারজন ক্রিকেটার। তবে তাদেরকে শর্ত স্বাপেক্ষে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে ডাক পড়লেই যেকোন মূল্যে ফিরে আসতে হবে তাদের।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির বৈঠকে পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) খেলতে যাওয়া চার ক্রিকেটারকে এনওসি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির মিটিংয়ে তাদের খেলার ব্যাপারে কোন প্রকার আপত্তি জানায়নি। তবে জাতীয় দলের স্বার্থে ডাক পাওয়া মাত্রই চলে আসতে হবে তাদের। বিষয়টির সুরাহা করেছেন বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাঈমুর রহমান দুর্জয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, “চার ক্রিকেটারকে বিসিবি থেকে এনওসি দেওয়া হয়েছে। তবে জাতীয় দলে ডাক পেলেই চলে আসতে হবে তাদের।”
উল্লেখ্য প্রথমবারের ন্যায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের হয়ে চারজন ক্রিকেটার এবার মাঠ মাতাবেন। তারা হলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান, ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম মিতু এবং কাটার খ্যাত মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমান।