জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর সম্মান রক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বঙ্গবন্ধুর সম্মান রক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে গতকাল ১২ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় জেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম’সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননাকারীদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এসময় প্রতিরোধ সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক’সহ জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।