অর্থনীতিবাংলাদেশসর্বশেষ নিউজ

ভূঁঞাপুরে বন্যার্তদের পাশে নেই গ্রামীণ ব্যাংক! ঋণের টাকা তুলতে ব্যস্ত কর্মীরা

grameen_bank--621x414মুক্তার হাসান, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের ভূঁঞাপুরে দুই সপ্তাহের অধিক বন্যায় কবলিত মানুষের পিছু

ছাড়েনি গ্রামীণ ব্যাংকসহ অন্যান্য এনজিওগুলো। বন্যার সময়

ঋণগ্রহীতাদের বাড়ির উঠনের পানি পেড়িয়ে কিস্তি আদায়ের

অভিযোগ পাওয়া উঠেছে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। উপজেলার

গোবিন্দাসীতে স্থাপিত গ্রামীণ ব্যাংকের হিসেব অনুযায়ী তাদের

এরিয়ার মধ্যে ২ হাজার ৫০জন সদস্য পানিবন্দি হয়েছে। এসব মানুষ

পানিবন্দি হলেও তাদের কাছ থেকে ঋণের টাকা আদায় বন্ধ করেনি ব্যাংক

কর্তৃপক্ষ। সুদের হার বৃদ্ধি পাবে মর্মে ঋণ গ্রহীতাদের কাছ থেকে

টাকা আদায় করেছে কর্তৃপক্ষ। ফলে নিরুপায় হয়েই বন্যার মধ্যে ধার-

দেনা করে ব্যাংকের কিস্তি দিতে হয়েছে ঋণ গ্রহীতাদের। এরপরও অল্প

সংখ্যক সদস্য সপ্তাহের কিস্তি দিতে না পারলেও এর দু’একদিন পরই

কিস্তি আদায় করা হয়েছে তাদের কাছ থেকে।

ঋণগ্রহীতারা জানান, বন্যায় কাজ না করার ফলে অনাহারে দিন কেটেছে।

এরপর এনজিওগুলো আমাদের কোন সাহায্যে সহযোগিতা না করে

কি¯ির জন্য চাপ দিয়েছে। সবচেয়ে বেশি চাপ দিয়েছে গ্রামীণ

ব্যাংক। তাদের নাকি এনজিও না ব্যাংক!। টাকা না দিলে গ্রামীন

ব্যাংকের ম্যানেজার খারাপ ব্যবহার করে।

এবিষয়ে গ্রামীণ ব্যাংকের গোবিন্দাসী শাখা ব্যবস্থাপক আবুল কালাম

আজাদ তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন। তিনি জানান, ‘তথ্য দিতে

ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি লাগবে। বন্যা কবলিতদের কাছ

থেকে টাকা না নেয়ার কোন নির্দেশনা পাইনি। এটা এনজিও না,

এটা ব্যাংক। অতএব ব্যাংকের নিয়ম অনুযায়ী কিস্তির টাকা আদায় করা

হয়েছে।’

Related Articles

Close