জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ঈদের ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রি

নিজস্ব প্রতিবেদক: চলমান লকডাউনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে ঈদুল ফিতরে সব সরকারি বেসরকারি ও শিল্প কারখানার কর্মীদের সরকার ঘোষিত তিন দিনের ছুটি দেয়া হয়েছে। এ ছুটিতে কর্মীদেরকে নিজ কর্মস্থলেই থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রি ফরহাদ হোসেন বলেন, ‘এবার সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে ছুটি তিনদিনই থাকবে। আমাদের একদিন ছুটি দেয়ার পরিকল্পনা ছিল। যাতে কেউ কোথাও যেতে না পারে, ঢাকা না ছাড়তে পারে। কারণ ঢাকা হচ্ছে করোনার উচ্চ সংক্রমণশীল এলাকা। ঢাকা থেকে ৮০ শতাংশ সংক্রমণ ছড়াচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে থেকে শ্রমিকরা যদি ঈদের সময় অন্য জায়গায় চলে যায়, তবে আরও সমস্যা সৃষ্টি হবে। সে জন্য আমরা চাচ্ছি সবাই কর্মস্থলেই থাকুক। তাই সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেয়া আছে, ছুটি তিনদিনই থাকবে, কেউ এর বাইরে ছুটি দিতে পারবে না।’

প্রতিমন্ত্রি বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী এখনও চলাচলে কড়াকড়ি আরোপ করার বিষয় আছে। আমরা বলছি, ঈদের সময় যে যেখানে আছেন সেখানেই থাকবেন। লোকজন ছড়িয়ে গেলে করোনা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। ভারতের বিষয়টি আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে। সে জন্য আমরা সতর্ক অবস্থানে আছি।’

Tags

Related Articles

Close