ক্রিকেটক্রিকেটখেলাধূলাবাংলাদেশসর্বশেষ নিউজ
কানপুর টেস্টে খেলবেন সাকিব
করছেন কঠোর অনুশীলন, সাকিবকে নিয়ে অনিশ্চয়তা নেই জানালেন হাথুরু
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি: বাংলার ক্রিকেটের উজ্জ্বল ধ্রুবতারার নাম সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে মাঠে এবং মাঠের বাইরে খুব একটা ভালো সময় যাচ্ছে না এই বিশ্বসেরা অলরাউন্ডারের।
পুরো ক্যারিয়ারজুড়ে রেকর্ডের পরিসংখ্যানের মতো বিতর্কও কখনো পিছু ছাড়েনি দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের।
রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে হারিয়েছেন সংসদ সদস্য পদ, হয়েছেন খুনের মামলার আসামি। গতকালই শেয়ার কেলেঙ্কারির দায়ে পেয়েছেন ৫০লক্ষ টাকার অর্থদণ্ড। এতকিছুর মধ্যে চেন্নাই টেষ্টে ব্যাটে বলে ভালো ফর্মে না থাকায় তাঁর ফিটনেস নিয়েও উঠেছে বিতর্ক! আনফিট অবস্থায় মাঠে নামার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
চেন্নাই টেস্টে ব্যাটে বলে প্রত্যাশিত ঝলক দেখাতে পারেননি সাকিব। দুই ইনিংসে ব্যাট করে ৩২ ও ২৫ রানে আউট হন। সব ছাপিয়ে বেশী আলোচনা হয় তার বোলিং নিয়ে। যেখানে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন সাকিব। যে কারণে তিনি খেলার মতন ফিট ছিলেন কিনা এই নিয়েও শুরু হয় গুঞ্জন। তখন থেকেই চলছিলো কানপুরে সাকিবের দলে থাকা না থাকা নিয়ে সংশয়।
তবে সাকিবের ব্যাপারে এবার মুখ খুললেন হেডকোচ চন্দ্রিকা হাথুরাসিংহে। কানপুরের টেস্টে সাকিবকে মূল একাদশেই দেখছেন তিনি। হতাশ নন সাকিবের চেন্নাই টেষ্টের পারফর্মেন্সেও।
হাথুরু বলেন, ‘আমি সাকিবের পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সাকিবও এটা জানে যে ওকে আরও ভালো পারফর্ম করতে হবে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে, দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’
সাকিবের দলে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজ়িও কিংবা কারো কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’
অর্থাৎ সবকিছু ঠিক থাকলে কানপুরে মাঠে নামবেন সাকিব। বুধবার করেছেন কঠোর অনুশীলনও। এখন দেখার অপেক্ষা সমালোচকদের জবাব ব্যাটে-বলেই দিতে পারেন কিনা বাংলার ক্রিকেটের এই পোস্টার বয়।