ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
রাবির ৩০ জন অনুপস্থিত শিক্ষার্থীর নামের তালিকা পুলিশের হাতে
শফিকুল ইসলাম, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিত ৩০ জন শিক্ষার্থীর নামের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন থেকেশিক্ষা কার্যক্রমে ‘অনুপস্থিত’ থাকায় ওই শিক্ষার্থীদের তালিকা পুলিশকে তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, দিনের পর দিনে অনুপস্থিত থাকা ৩০ শিক্ষার্থীরএকটি তালিকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাছে হস্তান্তর করেছেন। পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ওইশিক্ষার্থীদের তালিকা তৈরী করা হয়।
এ ব্যাপারে আরএমপির মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ওই তালিকা হাতে পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে ওইতালিকায় থাকা শিক্ষার্থীদের নাম প্রকাশ করেননি তিনি।
এদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, তালিকায় নাম আছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামসহএকই বিভাগের আরো কয়েকজন শিক্ষার্থীর নাম।
বিশ্ববিদ্যালয় সূত্র মতে, পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকাপুলিশকে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি করে ঝরে পড়া(ড্রপ আউট) ও অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করে।
পরে ৩০ জনের একটি তালিকা চূড়ান্ত করে পুলিশের কাছে হস্তান্তর করে। জানা গেছে, এই শিক্ষার্থীরা ২০০৯-১০, ২০১০-১১এবং ২০১১-১২ শিক্ষাবর্ষের।