ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
রাবি অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে সাতটার নগরীর শালবাগান এলাকার পার্শ্ববর্তী একটি গলির মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি প্রক্টর মজিবুল হক আজাদ খান।
নিহত রেজাউল করিম মহানগরীর শালবাগানস্থ মসজিদের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলে জানা গেছে।
নিহতের ভগ্নিপতি মাহাবুবুল আলম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ওই শিক্ষক বাড়ি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে শালবাগান বটতলা মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে হেলমেট পরা দুই যুবক তার গলাতে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, অধ্যাপক রেজাউল করিম সকালে বিশ্ববিদ্যালয়ের আসার জন্য বাসা থেকে বের হন। তিনি বাসা থেকে হেটে শালবাগান মোড়ে এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত তার ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার ইবনে গোলাম সাকলায়েন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে এসেছে। খুনের মোটিভ এবং খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।